website/content/bn/docs/contribute/_index.md

2.3 KiB

content_type title linktitle main_menu no_list weight card
concept কুবারনেটিসে অবদান অবদান true true 80
name weight title
অবদান 10 কুবারনেটিসে অবদান

কুবারনেটিসে অবদান রাখার অনেক উপায় আছে। আপনি নতুন ফিচারগুলোর জন্য ডিজাইনে কাজ করতে পারেন, আপনি আমাদের কাছে ইতিমধ্যে থাকা কোডটি ডকুমেন্ট করতে পারেন, আপনি আমাদের ব্লগের জন্য লিখতে পারেন। আরও আছে: আপনি সেই নতুন ফিচারগুলোর বাস্তবায়ন করতে পারেন বা বাগগুলি ঠিক করতে পারেন৷ আপনি লোকেদের আমাদের অবদানকারী কমিউনিটিতে যোগ দিতে সাহায্য করতে পারেন, বা বিদ্যমান অবদানকারীদের সাপোর্ট করতে পারেন৷

এই সমস্ত ভিন্ন উপায়ে প্রকল্পে পার্থক্য আনতে, আমরা - কুবারনেটিস - একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি করেছি: https://k8s.dev/। কুবারনেটিসে অবদান রাখার বিষয়ে আরও জানতে আপনি সেখানে যেতে পারেন।

আপনি যদি বিশেষভাবে এই ডকুমেন্টেশনে অবদান রাখার বিষয়ে জানতে চান, পড়ুন কুবারনেটিস ডকুমেন্টেশনে অবদান রাখুন

এছাড়াও আপনি পড়তে পারেন {{< glossary_tooltip text="CNCF" term_id="cncf" >}} পৃষ্ঠা কুবারনেটিস অবদান সম্পর্কে।